Jump to content

Wikipedia talk:Meetup/Kolkata/Kolkata17

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

উইকিপিডিয়া বিভিন্ন Wikipedia Takes Kolkata ফটোওয়াকের সন্নিবদ্ধ ফলাফল বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা

[edit]

সম্মিলন/কলকাতা ১৬ তে আলোচিত উপরোক্ত বিষয়টির উপর ভিত্তি করে দেখা গেছে যে কমন্স এ চিত্র সংযোজিত হয়েছে কিন্ত বিভিন্ন স্থান/ ব্যাক্তি/ ইত্যাদির জন্য কোন নিবন্ধ নেই অথবা থাকলেও উল্লেখযোগ্য ভাবে অসম্পূর্ণ। আমি একটা তালিকা তৈরি করা শুরু করেছি । মিট আপ এ এই বিষয়ে আলোচনার মাধ্যমে একটা কর্মপদ্ধতি ঠিক করার অনুরোধ করছি।
Santanu Chandra 07:56, 7 July 2016 (UTC) খুব ভাল কাজ। ছবি বাংলা পাতায় সংযোজনের সংগে অন্যান্য দেশীয় পাতা এবং বিদেশী পাতায়(যদি বানানো থাকে)। এক লাইনের বিবরণ(ছবিটি ক্যোন ফটো ওয়াকে তোলা সেই কথাটি সমেত), গুগুল ট্রান্সলেট থেকে অনুবাদ করে কমপক্ষে তিন/চারটি ভাষায় যোগ করলে ফটো ওয়াকের গুরুত্ব আরো বেড়ে যাবে। সুমিতা Sumita Roy Dutta (talk) 05:48, 9 July 2016 (UTC)[reply]