Jump to content

User talk:Sourav Mallick Roy

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

Sourav Mallick Roy (সৌরভ মল্লিক রায় )

জন্ম- 26-05-1990 সালে, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশের এক আভিজাত্য পরিবারে।

পিতা- সুষেন মল্লিক রায় ও মাতা- রমা মল্লিক রায়।

জীবনী:- বাল্য কালেই পিতা মাতার সাথে ভারতে (গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গে) চলে আসেন তখন বয়স মাত্র তিন বছর।

ভারতে আসার পর অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় হয়, অভাবের তাড়নায় ছোটো বেলা থেকেই বিভিন্ন কাজে লিপ্ত হতে হয়, চায়ের দোকানে বাসন মাজা থেকে শুরু করে, দর্জির কাজ, তাঁতের কাজ, বৈদ্যুতিক মিস্ত্রি, আরও অনেক কিছু। কাজের ফাঁকে তিনি বাচ্চাদের বিনা পয়সায় পড়াতে ভালোবাসতেন। তাই তিনি একটি বিনা পয়সায় বিদ্যাচক্র খুলে ছিলেন। ছোটো বেলা থেকেই অভিনয়ের খুব সখ ছিলো। বিভিন্ন নাটক, থিয়েটার, যাত্রা ও ছোটো পর্দায় কাজ করেছেন। তিনি নিজেই গল্প,নাটক ও কবিতা লিখতেন। তার লেখা নাটক অনেক মঞ্চে মঞ্চস্থ ও হয়েছে। গান ভালোবাসতেন, তার প্রিয় হারমোনিয়ামে শুর ধরতেন সকালে উঠেই।

শিক্ষা:- ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় লেখাপড়া ছিন্ন বিচ্ছিন্ন ভাবে হয়। ৮ম শ্রেণী পাশ করে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। কখনও দিল্লি, আসাম ও পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর্ম কাণ্ডে লিপ্ত হয়। তার মাঝেই আবার লেখা পড়া চালিয়ে যান এবং কম্পিউটারে সফটওয়্যার এর diploma, DTP & video mixing সহ বিভিন্ন কোর্সে পারদর্শী হয়ে উঠেন। এর ফাঁকে উচচমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হন ও কলেজে উঠেই রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। নির্বাচনে জিতে 2014 সালে কলেজে ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ও 2016 সালে সাধারণ সম্পাদক (GS) নিযুক্ত হন। 2016 সালে কলেজ পাশ করে কলকাতায় iims institute এ MBA ভর্তি হয়। কিন্তু দুর্ভাগ্য বশত তা সম্পূর্ন করতে পারে নি।

রাজনীতি:- কলেজ জীবন থেকেই রাজনীতিতে পদার্পন। 2015 সালে গঙ্গারামপুর কলেজের সাধারণ সম্পাদক (GS) ছিলেন। তখন তিনি তৃণমূল দলের সমর্থক ছিলেন। কলেজ থেকে বেরিয়ে এসে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। 2019 সালে তিনি তৃণমূল দল ত্যাগ করে কলকাতা প্রদেশ পার্টি অফিসে বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরে (BJP) ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন প্রায় দুই হাজার সমর্থক নিয়ে। 2022 সালে দল তাকে দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা যুব মোর্চার ' সম্পাদক ' সম্মানে ভূষিত করেন।।

কৃতিত্ব:- তার লেখা নাটক - রক্ত ঋণ, তুমি এলে তাই, তোমায় পাবো বলে, আধুনিক যুগ(হাস্য), ইত্যাদি। গল্পঃ- অভিসপ্ত চেয়ার, অভিসপ্ত ম্যাপ, আমিও মানুষ, আমার জীবনী। কবিতা আবৃত্তি:- তুমি মা, বৃষ্টি, টাকার অঙ্ক, রক্ষার তাগিদে। গান:- স্বপ্ন নীল, উরো উরোস্বপ্নগুলো। সিনেমা:- স্বপ্ননীল, গুরুজন, অনুভব ও তাসের ঘর।।

'দক্ষিণ দিনাজপুরের ইতি কথা'

[edit]

Sourav Mallick Roy Sourav Mallick Roy (talk) 10:12, 11 December 2022 (UTC)[reply]