Jump to content

User talk:Rhm Mujibur Rahman

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

“ মু. মুজিবুর রহমান। ১৫ই জানুয়ারি ২০০১ খ্রিষ্টাব্দ, শৈত্যঋতু পহেলা মাঘ ১৪০৭ বঙ্গাব্দ সোমবার রাতে কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের হায়দার আলি মিয়াজির পাড়ায় এক নিম্নমধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান। পিতা: রশিদ আহম্মদ ইবনে কবির আহম্মদ ইবনে আব্দু ছমদ ইবনে ইম্মত আলি। মাতা: হাসিনা বেগম। তিনি জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে পিএসসি, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল থেকে ২০১৫ সালে জেএসসি, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগে থেকে ২০১৮ সালে এসএসসি এবং স্যার আশুতোষ সরকারি কলেজে মানবিক বিভাগ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় শেষ করার পর বইয়ের প্রতি তার নিখাত ভালোবাসা জন্মায়, এ থেকে শুরু হয় নানাবিধ বই সংগ্রহ আর রাত জেগে বই পড়ার যাত্রা। যেকোনো ধরনের ভালো মানের বই সংগ্রহের নেশা তাকে অহর্নিশ তাড়িয়ে বেড়ায়। বলা যায়— আপাদমস্তক একজন বইপ্রেমী, জ্ঞান অর্জনের মতো যত বই দৃষ্টিগোচর হয় কুড়িয়ে নেয়। ২০১৫ সালে ব্যক্তিগত ডায়েরি লেখার মধ্যদিয়ে লেখালিখির হাতেখড়ি, এরপর ফেসবুক-ব্লগে সমসাময়িক, রাজনৈতিক, আলোচনা-সমালোচনা, শিক্ষামূলক প্রবন্ধ, কবিতা লেখালিখি শুরু। ২০১৮ সাল থেকে শুরু হয় সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, কুসংস্কার, রাজনীতি, চলমান পরিস্থিতি, অবহেলিত সমাজের তথ্য-উপাত্ত-সত্য ইতিহাস জনসম্মুখে তুলে ধরার প্রচেষ্টা। ২০২১ সালে নিউজ সাইটে সংবাদ রিপোর্ট প্রকাশের মধ্যদিয়ে সাংবাদিকতার হাতেখড়ি। ”

Gmail: Rhmmujib@gmail.com Facebook: Facebook.com/Rhmmujib

Start a discussion with Rhm Mujibur Rahman

Start a discussion