User talk:Anarul 1986
Gadar: Ek Prem Katha বিশ্বাস ঘাতক ঃ একটি ভালোবাসার গল্প, এটি মূলত হিন্দি সিনেমা, যা মুক্তি পায় ২০০১ সালে। ছবিটি নিখাদ ভালোবাসা ও একশান ধর্মী গল্পে লেখা। এটা পরিচালনা করেন বিখ্যাত হিন্দি সিনেমার পরিচালক অনিল শর্মা, এবং ১৯৪৭ সালে দেশ ভাগকে কেন্দ্র করে নির্মিত সিনেমা যা মূলত বোটা সিং নামক ব্যাক্তির বাস্তব জীবনের গল্প যেটা মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল। নায়িকা হিসেবে আমিসা প্যাটেল অভিনয় করেন। আর ভিলেন চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা অমরেশ পুরী। শিশু অভিনেতা হিসেবে প্রথম অভিনয় করেছেন পরিচালক অনিল শর্মার ছেলে উটকাশ পর্দায় সানি দেওয়াল ও আমিশা প্যাটেলের ছেলে হিসেবে। উল্লেখ যে শাখিনা চরিত্রের জন্য অন্তত ৫০০ জন নারী অভিনেত্রীর অডিশন নেওয়া হয় কিন্তু চুড়ান্ত করা হয় আমিশা প্যাটেলকে।
পরিচালকঃ অনিল শর্মা প্রোডাকশনঃ নিত্তিন কেনি কাহিনি লেখকঃ শক্তিমান তালওয়ার শ্রেষ্ঠাংশে সানি দেওয়াল, আমিশা প্যাটেল,অমরেশ পুরি সহ আরো অনেকে। সংগীতঃ উত্তম সিং সিনেমাটোগ্রাফিঃ নাজিব খান প্রোডাকশন কোম্পানি: Zee Studios প্রচারণায়ঃ Zee Studies মুক্তির সময়কালঃ ১৫ জুন ২০০১ সাল ছবির দৈর্ঘ্য ১৭০ মিনিট দেশঃ ভারত ভাষাঃ হিন্দি ছবির বাজেটঃ ভারতীয় রুপিতে ১৯০ মিলিয়ন বক্স অফিস হিটঃ ১.৩৩ বিলিয়ন
Start a discussion with Anarul 1986
Talk pages are where people discuss how to make content on Wikipedia the best that it can be. Start a new discussion to connect and collaborate with Anarul 1986. What you say here will be public for others to see.