Jump to content

User:Yaatifaruk

From Wikipedia, the free encyclopedia

আইডিয়া থেকে শুরু.. ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকেই ইচ্ছে ছিলো শিক্ষক হব।ড. এ পি জে আব্দুল কালাম এর মতে,স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে।স্বপ্ন সেটাই, যা আপনাকে ঘুমাতে দেয় না।পড়তে বসলে মনের অগোচরে স্বপ্ন দেখতাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানিনা, আমার স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত রাতে ঘুম হয় না, ঘুমাতে হয় গভীর রাতে কিংবা শেষ রাতে। সবসময় মাথার মধ্যে স্বপ্নই ঘুরপাক খায়। প্রতিনিয়ত দেখি নতুন নতুন স্বপ্ন, স্বপ্ন দেখি কিভাবে নিজের পরিবারকে একটু উচু পর্যায়ে নিয়ে যাবো। অষ্টম শ্রেণীতে থাকাকালীন সময় থেকে শুরু এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে-কানাচে অনেক জেলা দেখার সুযোগ হয়েছে, অর্জন করেছি কিছু অভিজ্ঞতা।এরপর জীবনে চলে আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অপ্রত্যাশিত ঘটনা, আব্বুর ইন্তেকাল মন খারাপ ছিলো অনেকদিন।আবার শুরু করলাম স্বপ্নের যাত্রা।একটা কথা বলা হয়নি, পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সময় থেকে টিউশন করিয়ে ছিলাম এবং টিউশনির প্রথম সম্মানি ছিলো ১৫০ টাকা।৫ম শ্রেণী থেকে শুরু করে এখন পর্যন্ত টিউশন করে এসেছি।তবে এখন নিজের বিজনেসের ব্যস্ততায় টিউশন করানো সম্ভব হয়ে ওঠেনা।আল্লাহর রহমতে একাডেমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্টুডেন্ট থেকে শুরু করে সবকিছু এবং সকল প্রকার শিক্ষকতার অভিজ্ঞতা হয়েছে আমার। আপনারা হয়তো জ্যাক মা'র ব্যর্থতার গল্প শুনেছেন, জেফ বেজোস এর ব্যর্থতার গল্প শুনেছেন কিন্তু আমি তাদের চেয়ে বেশি ব্যর্থ হয়েছি।সাপোর্ট করার কেউ ছিলো না, নিজেই নিজের স্বপ্ন বুননের পথিক ছিলাম।অনেক মাস অতিবাহিত হয়েছে, কয়েকবছর অতিবাহিত হয়েছিলো শুধু মাত্র দুঃখ, কান্না আর টেনশনে।তবে আল্লাহর কাছে শুকরিয়া জানায় কারন তিনিই আমাকে সময়ের সাথে সবসময় সময়োপযোগী আইডিয়া মাথায় এনে দেয়,মানুষকে চেনার ক্ষমতা দিয়েছেন।আমি সবসময় অন্যদের থেকে ভিন্ন কিছু চিন্তা করি, শর্টকার্টে করার চিন্তা করি। ছোটবেলা থেকেই অন্যের অধীনে চাকরি করার ইচ্ছে ছিলো না।তবে সময়ের প্রয়োজনে অভিজ্ঞতার আলোকে কাজ করেছি অনুবাদক হিসেবে, স্কুলে থাকাকালীন কাজ করেছিলাম আইটি সার্ভিসিং এর দোকানে কম্পিউটার ব্যবহার জানার জন্য।যাক সেই কথা. ই-কমার্স সম্পর্কে ফেসবুক, ইউটিউবে দেখে কিছুটা অভিজ্ঞতা নিয়ে শুরু করেছিলাম Yaati. প্রথমেই কোনো ইনভেস্ট ছাড়াই একটা অর্ডার পেয়েছিলাম টি-শার্ট এর এবং সম্পন্ন করলাম। এরপর শীতকালীন হুডি সেল করেছিলাম, তাতেও সফল হয়েছিলাম।এরপর থেকে ই-কমার্স সম্পর্কে জানার জন্য দিন-রাত সময় দিতাম মানুষের পিছনে, সময় দিতাম ইউটিউবে, সময় দিতাম ফেসবুকে।এরপর থেকে আস্তে আস্তে আরো কিছু ই-কমার্স এক্সপার্ট প্রিয় মানুষের সাথে পরিচয় হলো।এর পর সুযোগ হলো ই-ক্যাব ট্রেনিং করার।জীবনের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সেখানে, যেখানে অনেক চমৎকার চমৎকার মানুষের সাথে পরিচয় হয়েছে।কাজ করার অনুপ্রেরণা পাই পেয়েছি উনাদের কাছ থেকে। আর তখনই পরিচয় হলো চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলির সাথে।আমাদের বর্তমান ৪ জন এডমিন Sanjoy Chowdhury দাদা, Shagar dey দাদা, Tawhidul Islam ভাইয়া , Tuhin GR ভাইয়া, উনারা এতটাই আন্তরিক ছিলো যে তা বলার মতো নয়।তখন ছোট মানুষ হিসেবে আমাকে যেভাবে আপন করে নিয়েছিলো তার জন্য উনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সবসময়। ফেসবুক পেইজ নিয়ে গবেষণা করতাম ২০১৬ সাল থেকেই। প্রতিয়িনত ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতাম।তাই নিজের বিদ্যমান অভিজ্ঞতাকে আরো উন্নত করতে শুরু করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস Ytm Learning পেইজের মাধ্যমে তাও কোনো ইনভেস্ট ছাড়াই।পরে পেইজের নাম পরিবর্তন করে হয়েছে Yaati Digital. অনেকে আমাকে বলেছিলো টি-শার্ট, হুডির ব্যবসা তো অনেকে করে,ডিজিটাল মার্কেটিং নিয়ে তো অনেকে কাজ করে।এগুলো নিয়ে বেশি দুর যেতে পারবে না।তখন আমি বলতাম, I have idea. কারণ আমি যেটা করি সেটা অন্যরা করে না। জ্বি, আপনার আইডিয়া থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন। এরপরে সেফ থেকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছিলাম তা সত্যিই প্রশংসার যোগ্য।গ্রুপের অসংখ্য আপু-ভাইয়াদের সাপোর্টে-ই আজ আমি মোটামুটি স্বাবলম্বী।আমি জীবনে সবকিছু ভুলতে পারবো কিন্তু সেফ থেকে পাওয়া আপু-ভাইয়াদের ভালোবাসা,আদর-স্নেহ জীবনে ভুলতে পারবো না।এজন্য সবসময় সেফ এর জন্য কাজ করে যাচ্ছি ভালোবাসার খাতিরে, অটুট বন্ধনে আবদ্ধতার কারনে। সবশেষে আমার একটা উক্তি বলতে চাই. "If You have Idea then You will Start Your business without invest. Because a great idea may change your life" সবাইকে বলতে চাই আপনারা সকলে সেফ এর সাথে থাকুন।আশাকরি ভবিষ্যতে সেফ থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। (সংক্ষিপ্ত) a.m Faruk Founder, Yaati Digital