Jump to content

User:Siddique420380

From Wikipedia, the free encyclopedia

তাই তো আজ আমি কবি

বেদনায় ঝড়া ফুলগুলিতে গাথি মালা যে কথা বলতে গিয়ে হয়নি বলা; গাথি সেই কথার মালা আর তাদের ও ভাবি; তাই তো আজ আমি কবি।।

কেউ বোঝেনা কারো ব্যাথা ভবে, কেউ কাহারো হবে কি না হবে!! তবু কেন কাঁদে প্রাণ, কে শুনিতে চায় গান; আঁখিতে ঐ প্রেমের প্রতি ছবি। তাই তো আজ আমি কবি।।

কর্জতে নাই কথা অনুসারে, যে কাহারে ঠকাইতে পারে; দুঃখ ভরা ব্যাথা যার শুনতে গিয়ে কথা তার, আর যারা হারাইছে সবি!! তাই তো আজ আমি কবি।।

আমার শনে আমি বলি কথা........ যে কথা হ্দয়েতে গাথা আমার দুঃখে আমি গাই, আমাকে আমি শুনাই তাছাড়া নাই কারো কাছে দাবি...... তাই তো আজ আমি কবি।।

(গানটি ফেসবুকে একজন বয়বৃদ্ধ লোকের কন্ঠে গাওয়া)