Jump to content

User:Sibanibhargava

From Wikipedia, the free encyclopedia

বৃদ্ধি ও বিকাশ


১. বৃদ্ধি

একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানবশিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতায় স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন হলো বৃদ্ধি।

২. বিকাশ

বিকাশ হল ব্যক্তির সহজাত দৈ‌‌‍‌‍‌‍‍‍‍‌‌হক-মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতার কর্ম সম্পাদন করতে সহায়তা করে। বুদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজেই জন্মের পর থেকে শিশুরা জীবনব্যাপী , সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হলো বিকাশ।

       বৃদ্ধির বৈশিষ্ট্য

১. বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল।

২. বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন।

৩. বৃদ্ধি ও অনুশীলন।

৪. একই বয়সে বৃদ্ধির হাড়ের তারতম্য।

৫. বৃদ্ধির সমা হার।

৬. বৃদ্ধি নীরবাচ্ছন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া।

       বিকাশের বৈশিষ্ট্য

১. শিখনের ফলে বিকাশ।

২. বিকাশ হল সংগ্লেষণ।

৩. বিকাশ একটা নিরবচ্ছন্ন প্রক্রিয়া।

৪. ব্যক্তির বিভিন্ন বিকাশ গুলি পারস্পরিক সম্পর্কে যুক্ত।

৫. বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া।

৬. বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে।