User:Saquib Inf
মোল্লা জামান
বাংলাদেশ এর উত্তরে, রাজশাহী শহরের রুক্ষ আবহাওয়ায় বেড়ে উঠা বর্ষিয়ান কথা সাহিত্যিক মোল্লা জামান। আসল নাম মো. কামরুজ্জামান। কবি তার ছদ্ম নামে লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ১৯৭৫ সালে, বাংলাদেশ বেতার প্রকাশনা অধিদপ্তর কতৃক প্রকাশিত শিশু কিশোর মাসিক 'শাপলা শালুক' পত্রিকায় শিশুতোষ গল্প দিয়ে লেখার জগতে প্রবেশ। রক্ষনশীল মুসলিম পরিবারে বেড়ে উঠা এ কবির লেখনিতে বার বার গরিব মজলুম বাংগালীদের কথা উঠে এসেছে। ফিলিস্তিন মুসলিম দের নির্যাতিত হবার কথা তার প্রতিবাদি লেখনিতে উঠে এসেছে বারংবার।অকুতোভয় এ কবির লেখনিতে বার বার গরিব মানুষের না বলা কথা উঠে এসেছে। তার জন্য প্রসংশাও পেয়েছেন বহুবার।
সংক্ষিপ্ত জীবনী: পূর্ণ নাম : মো. কামরুজ্জামান পিতা : মরহুম জহির উদ্দীন মোল্লা মাতা : মরহুমা কারিমা খাতুন জন্ম : ৩১ অক্টোবর ১৯৫৯ জন্মস্থান : বৈলসিংহ, বাগমারা,রাজশাহী সংসার জীবন : বিবাহিত জীবনে এ বরেন্য কবি ২ ছেলে ও ১ মেয়ের জনক
শিক্ষা : ছাত্র জীবন শুরু হয় নিজের গ্রাম বৈলসিংহ এ অবস্থিত স্কুলে। পরে রাজশাহী সিটি কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি পরীক্ষার আসনে বসেন। কবি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ১৯৮১ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮১-৮৩ সেশনে উদ্ভিদবিদ্যায় এমএসসি শেষ বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। কিন্তু, খেয়ালি এ কবি সরকারি চাকরিতে যোগদানের কারণে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন নি, যার ফলে সে বছর তার আর ডিগ্রি গ্রহন সম্ভব হয় না। পরবর্তীতে ১৯৮৫ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ২০০০ সালে রাজশাহী কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ পাস করেন।
পেশা : কবি তার চাকরি জীবন শুরু করেন অডিট অধিদপ্তরের অধিনে। টেলিফোনে যোগাযোগ সহ বেশ কয়েকটি সরকারি নিরিক্ষন সংস্থায় চিনি কর্মরত ছিলেন। বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীনে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। সর্বশেষ বাণিজ্যিক অডিট অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, রাজশাহীতে দায়িত্বে থাকাকালীন অবসর গ্রহণ করেন।
লেখালেখি : ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি চর্চা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার অনেক ছড়া, কবিতা, ছোটগল্প, রম্য রচনা প্রকাশিত হয়েছে। ছোটদের জন্য গল্প, কবিতা লিখতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার প্রকাশিত বই: ছড়াগ্রন্থ ‘লাল সবুজের পতাকা’, গল্পগ্রন্থ ‘রাজার হুকুম’ এবং কাব্যগ্রন্থ ‘জীবন ছোঁয়া’ (যৌথ), অনুকাব্য ‘আপ্তবাক্য’, খরগোশ ও কচ্ছপ
পুরস্কার ও সম্মাননা :
১। নজরুল সৃতি সাহিত্য সংসদ কতৃক নজরুল সৃতি আগ্নীবিনা সাহিত্য সম্মাননা ,২০২০ ২। সপ্নিল সাহিত্যচর্চা পরিষদ কতৃক কাব্যরথি সম্মাননা , ২০১৯ ৩। অনলাইন লিটারেচার গ্রুপ ইউনিটি (OLGU) কতৃক আন্তর্জাতিক গুনিজন সংবর্ধনা এ্যওয়ার্ড ২০২০ এ স্বর্নপদক ৪। রাঙামাটি পার্বত্য জেলা কতৃক কাব্য সম্মাননা ,২০২২ ৫। বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ,আসাম,ভারতবর্ষ কতৃক মায়া রানি দেবি ইন্টারন্যাশনাল গোল্ড এ্যওয়ার্ড-২০২২
এ ছাড়াও তার উল্লেখযোগ্য কাজের স্বকৃীতি সরুপ তিনি গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আজীবন সদস্য।