Jump to content

User:Samrat Howlader

From Wikipedia, the free encyclopedia

ঢাকায় জন্ম হলেও মাতৃত্বের একটা টান বলে কিছু আছে রাঙ্গাবালী(উপজেলা) কিংবা চালিতাবুনিয়া(উপজেলা),পটুয়াখালি(জেলা) কিংবা গলাচিপা(ইউনিয়ন) এগুলোর সাথে একটা প্রানের টান আছে সবসময় আমার খুব ভালো লাগে এখানকার মানুষ,এখানকার জনপদ,জীবনমান এবং নদী সহ প্রাকৃতিক সব কিছু বার বার আমাকে মুগ্ধ করে, শহর ছেরে তেমন একটা যাওয়া হয়না তবে শেষবার রাঙ্গাবালি গিয়েছিলাম আজ থেকে ১১বছর আগে,পটুয়াখালী গিয়েছিলাম ১৭বছর আগে,গলাচিপা গিয়েছিলাম ১২ বছর আগে এবং চালিতাবুনিয়া ৭বছর আগে এখনো মনে আছে তবে শুনেছি গ্রামটি অনেক পরিবর্তন হয়েছে উন্নয়নের ধারায়।ভালো লাগে নিজ মা-বাবার জন্ম স্থানের বিষয়ে ভালো কিছু শুনলে ধন্যবাদ জেলা উন্নয়ন সংশ্লিষ্ট সকলকে।

ঢাকায় ৯০% জানেইনা বাংলাদেশে শেষভাগে এমন কোন গ্রাম/শহর/ইউনিয়ন আছে মানুষ বলতে বরিশাল(বিভাগ) অব্দি চেনে। অথচ এই গ্রামের সন্তান আমরা ঢাকায় মাতিয়ে বেড়াচ্ছি।

নিজের অনুভূতি প্রকাশ করলাম, রাঙ্গাবালী/চালিতাবুনিয়া,পটুয়াখালি,গলাচিপার সকল ভাই-বোনদের জানাই সালাম এবং ভালোবাসা,সকলকে ঢাকায় দাওয়াত রইলো(তোমাদের গ্রামের ছেলে)