User:SadikNMS
Appearance
Unskeel
el
মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” মান্দা উপজেলার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান । মান্দা উপজেলায় তখন এই বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় ছিল না । বিদ্যালয়টি মান্দা উপজেলাধীন সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি ১৯১০ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় । কিন্তু ১৯৩৮ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় । প্রতিষ্ঠানটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত । তৎকালীন জমিদার ঘাটকৈর নিবাসী শ্যামচাঁদ মহাদয় অত্র এলাকার সাধ্রন জনগণের শিক্ষার আলো প্রসারের প্রত্যয়ে প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন । নিয়মতান্ত্রিক অনুযায়ী প্রতিষ্ঠানটি চলাকালীন সময়ে ১৯৬১ সালে এস.ডি.ও ইয়ার উদ্দিন চৌধুরী বিদ্যালয়টি পরিদর্শন করার জন্য আগমন করেন । পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করেন যে, বিদ্যালয়টি অনেক ভালো । কিন্তু বিদ্যালয়টির প্রতিষ্ঠিত জায়গা একেবারেই ভালো না । কারন এলাকাটিতে প্রবেশ করতে হলে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হয় । তাই ১৯৬১ সালে বাংলাদেশ পুলিশের মান্দা থানার পাশে স্থানান্তর করা হয় । বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় মান্দা থানার মোড় নামক এক জায়গায় । এরপর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বিদ্যালয়টি দখল করে , এলাকার সকল জনগণ ভয়ে পেয়ে কিছু করতে পারেনি কারন পাকিস্তানিদের ছিল বন্দুক সহ আরও কিছু হাতিয়ার । হানাদার বাহিনীরা বিদ্যালয়টিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে । কিছুদিন পর হানাদার বাহিনীরা বিদ্যালয়টির সকল আসবাব পত্র সহ অনেক গুরুত্বপূর্ণ নথি পত্র ,কাগজ ইত্যাদি জ্বালিয়ে ,পুড়িয়ে দেয় । বর্তমান সময়ে জানা যায় যে, এই বিদ্যালয়টির খেলার মাঠে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , তিনি এই বিদ্যালয়টির মাঠেও তার মূল্যবান ঘোষণা করে গেছেন । ।মহান মুক্তিযুদ্ধের পর বিদ্যালয়টি আবারও চালু করা হয় । কিছু বছর পর- ১৯৭৮ সালে (যখন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান) বিদ্যালয়টি পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় “মান্দা এস,সি পাইলট উচ্চ বিদ্যালয়” । আরও কিছু বছর পর জানা যায় যে, বিদ্যালয়টি সরকারী হবে কিন্তু হয়নি । এরপর ২০১১ সালে সরকারের মডেল প্রকল্পের আয়তায় বিদ্যালয়টি মডেল হিসেবে পরিণত হয় পায় এবং বিদ্যালয়টিতে একটি মডেল/একাডেমী ভবন প্রতিষ্ঠিত হয় । ২০১১-১২ সালের মধ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয় মডেল/একাডেমী ভবনটি । একাডেমী ভবন নির্মাণের পর ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী জনাব ইমাজ উদ্দিন প্রামানিক । মডেল/একাডেমী ভবনের ৩য় তালায় রয়েছে একটি কম্পিউটার ল্যাব , ১টি সায়েন্স ল্যাব , ১টি লাইব্রেরী । এই বিদ্যালয়টিতে রয়েছে একটি নির্দিষ্ট অফিস ভবন । অফিস ভবনে ৪টি অফিস কক্ষ রয়েছে । আরও রয়েছে ১৯৬১ সালের সেই ভবনটি । ১৯৬১ সালের ভবনটিতে রয়েছে ১০টি শ্রেণি কক্ষ । এছাড়াও রয়েছে কারিগরি ভবন (৯ম ও ১০ম শ্রেণি) । এছাড়াও রয়েছে একটি আধা পাকা ভবন । বিদ্যালয়টিতে রয়েছে অনেক ধরনের বৃক্ষ (ফুল,ফল ইত্যাদি)। বিদ্যালয়টির প্রত্যেক ভবনেই রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা । বিদ্যালয়টির রয়েছে একটি অনেক বড় খেলার মাঠ । বিদ্যালয়টির খেলার মাঠ নওগাঁ জেলার মধ্যে ৪র্থ তম বড় মাঠ । এই বিদ্যালয়টি জে,এস,সি ও এস,এস,সি (JSC & SSC) পরীক্ষার কেন্দ্র । বিদ্যালয়টিতে প্রতি বছরেই সাংস্কৃতিক অনুষ্ঠান , স্কাউট , বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ ইত্যাদি কর্মকাণ্ড করা হয় । ২০১৩-২০১৪ সাল থেকে বিদ্যালয়টি কলেজে রুপান্তর করা হয় । প্রতিষ্ঠানটিতে কলেজ স্থাপন করা হয় । এখন বিদ্যালয়টিতে ষÔ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করা হয় । এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম “মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” । মান্দা উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় । এটি ১৯১০ সালে স্থাপিত হয়েছিল কিন্তু উচ্চ বিদ্যালয়ে পরিণত হয় ১৯৩৮ সালে তাই নিয়ম অনুযায়ী বিদ্যালয়টির স্থাপিত সাল ১৯৩৮ । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে এই প্রতিষ্ঠানটি । সেই ১৯১০ অথবা ১৯৩৮ সাল থেকে বিদ্যালয়টি মাথা উচু করে আজও দাঁড়িয়ে আছে ও ভবিষ্যতেও থাকবে ।
[edit]শিক্ষক – শিক্ষার্থী বা প্রতিষ্ঠানটির রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন
SHARE SC PILOT THIS POST
[edit]- Share