Jump to content

User:Sablu2019

From Wikipedia, the free encyclopedia

গাজী নিজামুল ইসলাম সাবলু

[edit]

জন্মঃ

[edit]

২২শে মার্চ ১৯৯৮ইং

লেখক পরিচিতিঃ

[edit]

তরুণ কবি ও লেখক গাজী নিজামুল ইসলাম সাবলু মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর বাবা মরহুম গাজী নাসির মিয়া ও মাতা চন্দ্রবান বেগম। তিনি মৌলভীবাজার সরকারি কলেজে দর্শনে অনার্স করছেন।পড়াশোনার পাশাপাশি তিনি লিখে চলেছেন অসংখ্য কবিতা, অনুগল্প।পাঠক মহলে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।তাঁর লেখা যৌথ দুটি বই হচ্ছে ধূসর স্মৃতি ও শূণ্য দশকের বাংলা সাহিত্যের মুখ।

শিক্ষাজীবন

[edit]
Gazi Nijanul Islam Sablu
Born22 March 1998
CitizenshipBangladeshi
EducationHonours (Philosophy)
OccupationWriter
Height5`5
Parents
  • Gazi Nasir Miah (father)
  • Chandroban Begum (mother)

গাজী নিজামুল ইসলাম সাবলু  মৌলভীবাজার সদর উপজেলাধীন সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালে কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন এবং তিনি ২০২০ সালে মৌলভীবাজার সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।

বর্তমানে তিনি মৌলভীবাজার সরকারি কলেজে দর্শনে অনার্স করছেন।

কর্মজীবনঃ

[edit]

গাজী নিজামুল ইসলাম সাবলু পড়াশোনার পাশাপাশি মৌলভীবাজার সদর উপজেলাধীন সরকার বাজারের সানমুন কে জি এন্ড জুনিয়র হাই স্কুলে প্রায় দুই বছর শিক্ষকতায় যুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতাও করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠটনের সাথে জড়িত আছেন।

তিনি একসময়ে অসাধারণ চিত্রাঙ্কন করতেন। তিনি ছোটবেলা থেকেই চিত্রাঙ্কনের সাথে জড়িত ছিলেন যদিও এখন তিনি চিত্রাঙ্কন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তাই তিনি লেখালেখিতে আছেন। এবং কয়েকটি বই সম্পাদন করেছেন।

তিনি ২০১৫ সালে যখন নবম শ্রেণীর ছাত্র ছিলেন তখন থেকেই লেখালেখি শুরু করেন।


রেফারেন্সঃ https://litnews.bananandolon.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE/