Jump to content

User:SHOUKAT JAMIL

From Wikipedia, the free encyclopedia

পাগল এলো মেলো চুলে ছুটে চলে, কোথায় তার বাড়ি,বাচ্চারা তারে ডিলছুরে, কেউ বলে না মানুষ তারে,শুধু পাগল বলি মোরা তারেই। হয় ত একদিন তোমার মত ছিল, আজ হলো সে ছন্দচারা, আজ তুচ্চ বল তারে, হয়ে গেল বলে সর্ব হারা। রাস্তায় গোড়েবেরায়, নাহি পায় সে খাবার, তাকে দেখে তুচ্চ মনে করে তারিয়ে দেয় বারে বার। একিদিন সে এমনও ছিল তোমার ছেয়ে উত্তম,কাপর ছোপরে পরিপাটি, বড়ই সুদর্ষন। আজ সে রাস্তায় রাস্তয় গুরেবেরায় নাহি পায় দানা পানি। কিসের জন্য আজ পাগল সে, তার কিচ্ছই না জানি। আল্লাহ্ বলেন নাহি তার বিচার,নাহি করোক আমার গোলামি। হিসাব হবে তাদেরই শুধু,যে আমার পাগলকে মেনে নিতে পারে নি। আমি বলি পাগল ছাড়া কি, মানুষ আছে এ পৃথিবিতে। সবাই পাগল,আর পাগল আছে বলে, সৃষ্টি কর্তা পৃথিবি ঠিকিয়ে রেখেছে।সবাই পাগল খুদার প্রেমে,কেউবা নারির, কেউবা নরের।কেউ বা অর্থের খুজে দিন রাত পাগলামি করে মরে। একেক মানুষের, একেক ধরনের পাগলামি, এক খুদাতালা ই দেখেন, তাদের এমন ধর্ম খানি। আর সব পাগলের পাগলামি দেখে পৃথিবি সুন্দর হয়েছে।তবে কেন শুধু রাস্তার পাগকে পাগল বলে, কষ্টদেও কেন তাকে।আমি পাগল তোমি পাগল, পৃথিবিটা সব পাগলের সমহার। সব পাগলকে সান্তি দাও খোদা, যে যা কিছুর জন্য করে পাগলি।

        MD.shoukat jamil