User:Prince55emon99
আসসালামু আলাইকুম,
ব্যাতিক্রমী একটা বিষয় নিয়ে Content টি তৈরি করা আশা করি আপনাদের ভালো লাগবে।
বিষয় : " সরকারি চাকরিজীবি ছেলে ছাড়া মেয়ের বিয়ে দিবোনা "
আমাদের দেশের অধিকাংশ ফ্যামিলিতে মেয়ের বিয়ে দেয়ার ক্ষেত্রে সরকারি জব করে এমন ছেলে চায়,কেন ভাই আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি বা ফ্রিল্যান্সিং করি আমরা কি মানুষ না???ঐ সব ফ্যামিলির মানুষগুলো এমন ভাবে রিয়াক্ট করে কথা বলে যেন তাদের ফ্যামিলির সবাই সরকারি উচ্চপদস্ত কর্মকর্তা ছিলেন /আছেন। (আসলে কিন্তু তারা সবাই দিনমজুর)। আচ্ছা তারা যে বলে সরকারি চাকরিজীবি ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিবেনা, আসলে কি তারা জানে এখন সরকারি চাকরির বাজারদর কতো,,?এবং একটা Candidate এর Apply থেকে শুরু করে ভাইভা বোর্ড পর্যন্ত পৌছাতে (ঢাকা যাওয়া-আসা) সব মিলায়ে কতো টাকা খরচ হয়,তারা এটাও কি জানে বাংলাদেশে শিক্ষিত বেকারের সখ্যা কতো,,? তারা কেউ এই বিষয় জানেনই না,,তাদের জানার কি দরকার, তাদের দরকার শুধু সরকারি চাকরি করে এমন ছেলে। মাথায় চুল না থাকলেও চলবে,তাদের মেয়ে তার কাছে ভালো থাকবে কি না থাকবে সেটা নিয়েও তাদের কোনো মাথা ব্যাথা নেই। তাদের চাহিদা একটাই সরকারি চাকরিজীবি ছেলে চাই। কেন ভাই আপনাদের এমন মানসিকতা কেন,মানসিকতার পরিবর্তন আনেন সমাজের, দেশের কল্যাণে আসবে,