Jump to content

User:Nirjonazad

From Wikipedia, the free encyclopedia

জীবিত অবস্থায় মানুষের ২ টা জগতের অস্তিত্ব থাকে ,যা হলো : ঘুমন্ত এবং জাগ্রত । অনেকেই ঘুমন্ত জগত টাকে শুধু ঘুম অথবা কিছু দেখে থাকলে তাকে শুধুই স্বপ্ন হিসেবে মানতে চায়,এটাকে আর একটা জগত হিসেবে দেখতে চায় না ,আমি নিশ্চিত এটা ঠিক নয় ।মানুষ তার জাগ্রত জগতটার বেঁচে থাকার যুদ্ধ আর সফলতার নেশায় মগ্ন থাকে যা তার এক জীবনের জীবিত থাকার এক তৃতীয়াংশ সময় জুড়ে থাকে অথচ তার আর একটি জগতের ২৫% সময়ের অস্তিত্বটাকে স্বীকার না করে শুধু মাত্র ঘুম হিসেবেই দেখতে চায় যা তাঁর একটা জগতের সফলতার ফল শুন্য হিসেবেই থাকে।যে জগতটাকে মানুষ ৭৫% সময় তারজীবনে দিয়ে গেছে সুখ নামক মরিচিকাটির জন্য সেখানে আসলেই সুখ নেই ,মূলত সুখের অস্তিত্ব টা তার ঘুমন্ত ২৫% সময়টার মধ্যেই ছিল যা সে কখনও ভাবেও নাই।##নির্জন আজাদ## #innovationspreis #