Jump to content

User:Muksatur Rahman Bishal

From Wikipedia, the free encyclopedia

নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ


নীলফামারী জেলা সদরের উকিলের মোড়ে -বাংলাদেশ পানি উনড়বয়ন বোর্ড এর পূর্ব পাশে অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ১৯৬৫ খ্রিঃ ৩.৯০ একর জমির উপর প্রতিষ্ঠিত জেলার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শুরুতে প্রতিষ্ঠানটি “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” নাম করনে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তী কালে ১৯৮৬ সালে জাতীয় দক্ষতা মানে উনড়বীত হয়।বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের বেশির ভাগ মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবলে পরিনত করার জন্য সাধারণ ও কারিগরি শিক্ষার সময়ে ১৯৯৫ সালে ২ বছর মেয়াদী এস.এস.সি (ভোকেশনাল) এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি(ভোকেশনাল) শিক্ষা কার্যμম চালু করা হয়। ২০০৩ সালে “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট বা ভিটিআই ” “নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ” নামে পরিচিতি লাভ করে। বর্তমানে নানা সীমাবদ্ধতা সত্তেও নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪ বিষয়ে সার্টিফিকেট কোর্স ও দুই শিফটে ৮৫০ জন শিক্ষার্থী এবং ২০১৬ সালে ৩ বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৮০ জন শিক্ষার্থী নিয়ে কারিগরি শিক্ষার মান উনড়বয়নের লক্ষ্যে এগিয়ে চলছে। শিক্ষার্থী কারিগরি বিষয় ভিত্তিক পড়াশুনা করে আত্মকর্মসংস্থান, দেশ ও বিদেশে বহুমুখী চাকুরীতে প্রবেশ করা সহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশকে মধ্য আয়ের দেশ থেকে উনড়বত দেশে পরিণত করতে অবদান অব্যাহত রাখবে। মানোনীয় প্রধান মন্ত্রীর ভিশন “২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উনড়বত দেশ” শ্লোগানকে এগিয়ে নিতে নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সহায়ক ভ‚মিকা পালন করবে। “একাবিংশ শতব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, সমাধান একমাত্র কারিগরি শিক্ষায়।”