Jump to content

User:Md Tarequl Islam Saber

From Wikipedia, the free encyclopedia
  • আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
  • আর তা হলো সমাজে বহুল প্রচলিত একটি বদঅভ্যাস।
  • এতটুকু বলার পরে যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রয়েছেন তারা অনেকেই ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
  • আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল হস্তমৈথুন এখন যারা মিডেল পন্থার ছেলে মেয়ে রয়েছেন তারা বুঝতে পারতেছেন আমি‌ কি নিয়ে আলোচনা করব।
  • হঠাৎ যদি কেউ উইকিপিডিয়ায় চার্চ করে হস্তমৈথুন সম্পর্কে।
  • সে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারে

ইন্টারনেটের বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে এ ব্যাপারে অনেকে অনেক ভাবে লেখালেখি করেছে অনেকে উপকার সম্বন্ধে লেখেছে আবার অনেকে এর ভয়াবহতা সম্পর্কে লিখেছেন সবমিলিয়ে যারা এই সমস্ত অনৈতিক কাজের উপকার বর্ণনা করে তারা মুলত আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায় এবং এর মাধ্যমে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া কে কাজে লাগিয়ে এরা ভবিষ্যৎ প্রজন্মকে নিঃশেষ করে দিতে চায় সুতারাং সাবধান। ইসলাম যে সকল কাজ পালন করার এবং মানার বৈধতা দিয়েছে সে সকল কাজে রয়েছে ইহকালীন এবং পরকালীন কল্যাণ ।

  • এখন এই পাপ থেকে বাঁচার কয়েকটি উপকারী টিপস শেয়ার করব।

(১) সিয়াম পালন করার মাধ্যমে এ সকল গর্হিত কাজ থেকে বাচা যায়। (২) খাবার কম খাওয়া। (৩) প্রয়োজন অতিরিক্ত খাবার গ্রহণ না করা।