Jump to content

User:Done TV Comedy/sandbox

From Wikipedia, the free encyclopedia

[1] হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক মহীউদ্দীন

বাংলাদেশের বঙ্গোপসাগর দ্বীপে দ্বীনের মশাল জালিয়ে কুতুবদিয়া দ্বীপকে বিশ্ব বাজারে আলোকিত করে শুয়ে আছেন উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক মহাপুরুষ, সম্রাট আউলিয়া, মুসলেহে আজম, গাউছে মুখতার, হযরতুল আল্লামা শাহ্ আব্দুল মালেক মহীউদ্দীন, আল কুতুবী (রহ.)। যিনি একাধারে শত বছরের হায়াতে জিন্দেগীতে পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। রাষ্ট্র, সমাজ নগর, বন্দর, দেশ ও জাতির কল্যাণে যিনি সব সময় আল্লাহর রহমত কামনায় ব্যাস্ত থাকতেন। দেশের জন্য করে যাওয়া অসংখ্য ভবিষ্যত বাণী আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে দেখা যায়। যিনি মানুষের অন্তরের ব্যাথা লুকায়িত বেদনা সম্পর্কে জানতেন এবং অবলীলায় বলে দিতেন কার কি সমস্যা এবং কিভাবে সমাধান হবে, সে দিক নির্দেশনাও অলৌকিক শক্তি দিয়ে সমাধান করে দিতেন। মানুষের চেহারা, ধন দৌলত খ্যাতি, যশ যার কাছে ছিল নগন্য বিষয়। ধনী, গরিব, আমির, রাজা প্রজা সবাই যাঁর কাছে সমান মর্যাদার অধিকারী ছিলেন। সেই রকম আধ্যাত্মিক মহাপুরুষ বর্তমান সময়ে খুজে পাওয়া কঠিন ব্যাপার।

  1. ^ মো. আব্দুল আলীম, মো. আব্দুল আলীম (2018-02-01). "শহীদ কাদরীর কবিসত্তা : বিচ্ছিন্নতা ও নৈঃসঙ্গ্যবোধ". সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka. 55 (2). doi:10.62328/sp.v55i2.4. ISSN 3006-886X.