Jump to content

User:Dohazari salim

From Wikipedia, the free encyclopedia

দোহাজারী'র ফেইসবুক সেলিম এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্ধন। .

[edit]

দোহাজারী নামের ইতিহাস (সংগৃহীত ও সংক্ষেপিত)

[edit]

দোহাজারি বাংলাদেশের চন্দনাঈশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।এই ইউনিয়নের আয়তন ৮১০৫ একর ৩২.৮ বর্গ কিলোমিটার।দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজিলার অন্তর্গত ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা দোহাজারী।দোহাজারী ইউনিয়ন সীমানার মধ্যে রয়েছে .দোহাজারী ইউনিয়নের দোহাজারী, চাগাচর, রায় জোয়ারা, জামিজুরী,হাতিয়াখোলা,দিয়াকুল,সাতবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (হাছনদ-ী) ও কালিয়াইশের কাটগড় (১ ও ২নং ওয়ার্ড)।

দোহাজারীর জনসংখা ৫৫ হাজার ৯১৪ জন। প্রতি বর্গকিলোমিটার লোকসংখ্যা ২ হাজার ৩২৯ জন, প্রাপ্ত বয়স্ক পুরুষ ও অকৃষিজীবী ৭০ শতাংশ, অকৃষি প্রকৃতি জমির শতকরা হার ৪৪৪৫.৬২, বিগত তিন বছরের গড় রাজস্ব আয় দোহাজারী ১৫ লাখ, কালিয়াইশ ২ লাখ ৫০ হাজার, সাতবাড়ীয়া ৩ লাখ, সেনানিবাস বহির্ভূত, পৌর এলাকার মোট আয়তন ৫ হাজার ৯৩৩ একর বা ৯.২৮ বর্গমাইল বা ২৪.২০ কিলোমিটার।দোহাজারী তে সড়ক বিভাগ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, দোহাজারী হাইওয়ে (পুলিশ থানা), আন্তর্জাতিক ডেকা চেন রেড স্টেশন, দোহাজারী ১৩২/৩৩ কেবি বিদ্যুৎ সাব স্টেশন, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সিভিল সাপ্লাই/খাদ্য গুদাম, বিএডিসি, সার, বীজ ও যান্ত্রিক প্রকৌশল স্থাপনা, দোহাজারী ভূমি অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, আখেরি রেল স্টেশন দোহাজারী, ব্যাংক, বীমা কার্যালয়, একটি ডিগ্রী কলেজ, একাধিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসা, লবণ ক্র্যাচিং মিল, কাঠ প্রক্রিয়াজাতকরণ শিল্প ও হস্তশিল্প, নতুন মডেলে দোহাজারী ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে। তা ছাড়া দোহাজারী কাঠের জন্য প্রসিদ্ধ বিধায় দোহাজারীতে একটি কাগজের কল/পেপার মিল,বাংলাদেশের এক মাত্র সাঙ্গু নদী, যে নদী বাংলাদেশে শুরু হইয়ে বাংলাদেশে শেষ সেটা দোহাজারী তে থাকায় একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়ার সরকারের পরিকল্পনা রয়েছে।

আমাদের দোহাজারী বাংলার প্রাচীনতম জনপদ। পুরো বঙ্গের ইতিহাসে দোহাজারীর ইতিহাস জড়িত। আজকের প্রতিষ্ঠিত চট্টগ্রামের ন্যায় দোহাজারীর ছিল ঐতিহ্য ও গৌরব। যেখানকার যোদ্ধাদের গর্জনে এক সময় দোহাজারী থেকে আজকের মায়ানমার বার্মা পর্যন্ত কম্পিত হত।মোগল শাসনামলের ১৬৬৬ সাল থেকে শুরু করে ১৯৪৩ এর ২য় বিশ্বযুদ্ধ, ১৯৭১ সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে দোহাজারী এক ঐতিহাসিক ভূমিকা পালন করে। সুবে বাংলার উপ-অধিনায়কের দুর্গ ছিল দোহাজারীতে। একই ধারাবাহিকতায় ২য় বিশ্বযুদ্ধের সময়কালেও দোহাজারী ছিল ব্রিটিশের পূর্বাঞ্চলীয় প্রধান সামরিক ঘাঁটি। প্রাচীন চট্টগ্রামের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য ব্যাক্তি হিসেবে আঁধু খাঁ’র নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।তাঁর পুত্র শেখ জামাল খাঁ ও বিশেষ উল্লেখযোগ্য। আঁধু খাঁ’র পিতা ছিলেন সর্দার বাহার খাঁ।আঁধু খাঁ’র সহোদর নবাব মোজাফফর খাঁ ১৬৮৮ সালে চট্টগ্রামের শাসক ছিলেন। মোঘল শাসনামলে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত আঁধু খাঁ ও তাঁর বংশধরগণ এর নেতৃত্ব দিয়েছিলেন।বাংলার সুবেদার নবাব শায়েস্তা খাঁ শঙ্খ নদীর তীরে দূর্গ স্থাপন করেন।দুই হাজার সৈন্যের সেনাপতি আধু খাঁ ও লক্ষন সিংহ ছিলেন দূর্গের অধ্যক্ষ। সেনাপতি আধু খাঁ ও লক্ষন সিংহ উভয হাজারী সেনাপতির দায়িত্বে দূর্গের ভার অর্পন করা হয়। পরবর্তীতে দুই সেনাপতির দূর্গকে কেন্দ্র করে ঐ এলাকার নামকরণ হয়ে যায় দো-হাজারী।বাংলার শাসনকর্তাদের সেই ইতিহাস আজো এ প্রজন্মের অনেকেই জানে না। আরকানীরা নদীর দক্ষিন দিকে অবস্থান করে প্রায়ই আক্রমন করত।আধু খাঁ আরকানীদের হামলা প্রতিহত করতে শঙ্খ নদীর উত্তর তীরে দূর্গ নির্মান করেন(দূর্গটি দোহাজারী রেল স্টেশন হতে ১ মাইল পূর্বে নদীর উত্তর পাড়ের কিল্লাপাড়ায় অবহেলায় অনাদরে পড়ে আছে।প্রাচীন দোহাজারীর পশ্চিম পাশে ২য় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজরিত বিমান বন্দর, যুদ্ধের সৈন্য দূর্গ’ র প্রাচীন অংশ ও রাশিয়ার ফিল্ড উল্লেখযোগ্য। তদানীন্তন পাকিস্তান শাসন আমল ১৯৬৭ সালে পরিচালিত এক জরিপ প্রতিবেদনের ভিত্তিতে সরকার 'চট্টগ্রাম (সদর) দক্ষিণ মহকুমা' কার্যালয় সদর থেকে দোহাজারীতে স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে দোহাজারীকে থানায়/উপজেলায় উন্নীত করা এখন প্রক্রিয়াধীন। সর্বশেষ মন্ত্রী পরিষদের প্রস্তাবের ভিত্তিতে দক্ষিণ চট্টগ্রামের ৫টি থানা ও উপজেলা নিয়ে একটি নতুন জেলা গঠন এবং উহার সদর দফতর দোহাজারীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

১৪ ডিসেম্বর দক্ষিণ চট্টগ্রাম মুক্তদিবস। ৭১’র এই দিনে চট্টগ্রাম জেলার তৎকালীন পটিয়া থানার (বর্তমানে চন্দনাইশ উপজেলা) দোহাজারী ও আশেপাশের এলাকাগুলো মুক্ত হওয়ার মধ্য দিয়ে হানাদারমুক্ত হয় পুরো দক্ষিণ চট্টগ্রামের ৫টি থানা। দোহাজারীতে সংগঠিত পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের দুইদিন ব্যাপী সম্মুখ সমরের পর ১৪ ডিসেম্বর দুপুরে হানাদার বাহিনী পালিয়ে গেলে ঐদিনই দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি থানার সর্বত্র উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজ পতাকা। মুক্ত হয় পুরো দক্ষিণ চট্টগ্রাম। কর্ণফুলী নদীর দক্ষিণ তীর পটিয়া থানা থেকে শুরু হয়ে চকরিয়া থানার সীমানা পর্যন্ত দীর্ঘ প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এলাকার তৎকালীন পাঁচটি থানা বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, সাতকানিয়া ও বাশঁখালী (বর্তমানে ৭টি) ১৯৭১ এর প্রায় পুরো ৯ মাস পাক হানাদারবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। ৭১ এর ১৪ ডিসেম্বর হানাদার বাহিনীর দখল থেকে বৃহত্তর দোহাজারী মুক্ত হওয়ার সাথে সাথে পুরো দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি থানা (তখন বর্তমান কক্সবাজার জেলা দক্ষিণ চট্টগ্রামের অংশ ছিল) সম্পূর্ণরূপে শক্রমুক্ত হয়। এর আগে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের সাথে গেরিলা বাহিনীর মরণপণ আঘাত বিভিন্ন থানায় হানাদার বাহিনীর গড়ে তোলা আস্তানাসমূহ আক্রান্ত হতে থাকে। সেপ্টেম্বর-অক্টোবরের প্রথম দিকে প্রতিটি থানায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর আক্রমণ জোরদার হয়ে উঠলে পাকবাহিনী তাদের মনোবল হারিয়ে ফেলে। ফলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের শেষ দিকে দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি থানা বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী মুক্ত হয়ে যায়। এই দুটি থানা হানাদারমুক্ত হলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ মূল তিনটি থানা সাতকানিয়া, পটিয়া ও বোয়ালখালীর নিয়ন্ত্রণভার পাকবাহিনীর হাতেই ছিল এবং তা দোহাজারীতে দুইদিনের সম্মুখ যুদ্ধ পর্যন্ত বলবৎ ছিল। মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকবাহিনী দোহাজারীকে ঘিরে দুর্ভেদ্য রক্ষণব্যুহ গড়ে তোলে। যাতে করে পুরো দক্ষিণ চট্টগ্রামের নিয়ন্ত্রণ ধরে রাখা যায়। দোহাজারীতে স্থল, রেল, নৌ ও আকাশপথের সুযোগ কাজে লাগিয়ে সড়ক বিভাগের কার্যালয়টিকে তাদের প্রধান অফিস হিসাবে বেছে নেয়। একই সাথে পাশাপাশি অবস্থিত সাঙ্গুভ্যালি টিম্বার ইন্ডাস্ট্রিজের বাংলোকে ভিআইপি রেস্ট হাউজ বানিয়ে এবং উক্ত কারখানার বিশাল মাঠকে হ্যালিপ্যাডে রূপান্তরিত করে তাদের দুর্গ গড়ে তোলে। একইভাবে দেওয়ানহাট বিএডিসি কার্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী বিদ্যুৎ ভবনকে ব্যারাকে পরিণত করে দক্ষিণ চট্টগ্রামের পুরো এলাকায় নির্বিচারে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে। সেপ্টেম্বর-অক্টোবরে যখন পাকবাহিনী মুক্তিবাহিনীর আক্রমণে বিভিন্ন থানা থেকে পিছু হটে আসতে থাকে তখন পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দালাল রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সহযোগিতায় ভয়ংকর আক্রোশে পটিয়া সাতকানিয়ার নিরীহ জনগণের ওপর ঝাপিয়ে পড়ে। দালাল বাহিনীর সদস্যরা গ্রামে গ্রামে বিশেষ করে হিন্দু প্রধান এলাকায় গিয়ে ধরে নিয়ে আসতো নিরীহ যুবক-যুবতীদের। মুক্তিবাহিনীর চর অজুহাতে ধরে আনা যুবকদের পাশবিক নির্যাতনের পর হত্যা করা হতো। আর মহিলাদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। মুক্তিযোদ্ধা অজুহাতে কত বাসযাত্রীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে তার হিসাব পাওয়া দুস্কর। সেসময় রক্তে লাল হয়ে উঠেছিল খরস্রোতা শঙ্খনদীর পানিও।এরিই মধ্যে ১১ ডিসেম্বর মুক্তিবাহিনীর একটি দল শঙ্খ নদীর দক্ষিণপাড়ে কাটগড়, কালিয়াইশ এলাকায় পাকবাহিনীর পরিত্যক্ত ব্যাংকারগুলোর দখল নিয়ে অবস্থান গ্রহণ করে। ১২ ডিসেম্বর দুপুরে ক্যাপ্টেন গুরুং এর নেতৃত্বে মিত্রবাহিনীর একটি দল এবং বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) কমান্ডার ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ, সদ্য প্রয়াত ডাঃ বি এম ফয়েজুর রহমান (এমএলএ), প্রাক্তন ছাত্রনেতা প্রয়াত আবুল কাসেম সন্দ্বীপের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আরো একটি দল যৌথভাবে এসে অগ্রবর্তী মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিয়ে হানাদার বাহিনীর উপর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। ১২ ডিসেম্বর বিকেল থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ দল সকালে শঙ্খনদীর অপর পাড়ে দোহাজারী উপ-শহরে অবস্থানরত পাকবাহিনীর ওপর আক্রমণ শুরু করে। এসময় পাকবাহিনীও সমানে জবাব দিতে থাকে। এভাবে বিরামহীন যুদ্ধ চলার পর ১৪ ডিসেম্বর বেলা ২টার দিকে পাকবাহিনী তাদের সব সরঞ্জাম ফেলে সদলবলে পালিয়ে যায়। তিনদিনের এই সম্মুখ সমরে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও নিহত হয় হানাদার বাহিনীর ৯ সদস্য (কারো কারো মতে আরো বেশী),কক্সবাজার ছাড়া দক্ষিণ চট্টগ্রাম শত শত মুক্তিপাগল জনতা সাথে সাথে মিছিল সহকারে রাস্তায় নেমে আসে । বিজয়ের গানে গানে মুখরিত হয়ে উঠে রাজপথ। পৎ পৎ করে উড়তে থাকে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্দের সময় যে কত জন লোক আমাদের দোহাজারী থেকে শহীদ হয়েছেন যাদের নাম আজ ও দোহাজারীবাসী মানুষের মুখে মুখে বিরাজমান তাদের নামের তালিকা :- ১/ মহম্মদ আবু তাহের খান (খসরু ) -গ্রাম (দোহাজারী), ২/ মহম্মদ জাফর আলী হিরু -গ্রাম (দোহাজারী), ৩/ মহম্মদ জহির উদ্দিন খান -গ্রাম (দোহাজারী), ৪/ মহম্মদ আকবার খান -গ্রাম (দোহাজারী), ৫/ রবিউল ইসলাম খান -গ্রাম (খান বাড়ি), ৬/ রাখল চন্দ্র দাস -গ্রাম (রায় জোযারা ), ৭/ মতিউর রহমান -গ্রাম (এইদ্পুকুরিয়া), ৮/ বিমল কান্তি সেন -গ্রাম (দিয়াকুল), ৯/ সাবের আহমাদ -গ্রাম (দোহাজারী), ১০/ মদন মোহন দাস -গ্রাম (দোহাজারী), ১১/ দেলয়ার হোসেন -গ্রাম (দোহাজারী), ১২/ প্রবাশ চন্দ্র দাসগুপ্ত -গ্রাম (জামির্জুরি), ১৩/ মানিক বড়ুয়া -গ্রাম (জামিজুরি), ১৪/ অনিল কান্তি বড়ুয়া -গ্রাম (জামিজুরি), ১৫/ রাজেন্দ্র নাথ -গ্রাম (চাগাচর), ১৬/ আবদুর রশিদ -গ্রাম (এইদ্পুকুরিয়া ), ১৭/ নেপাল চন্দ্র সেন -গ্রাম (দিয়াকুল), ১৮/ সতিশ চন্দ্র দাস -গ্রাম (দোহাজারী), ১৯/ নিপেন্দ্র কুমার সেন -গ্রাম (দিয়াকুল ), ২০/ সচিন্দ্র বিজয় বৈরাগী -গ্রাম (দোহাজারী), ২১/ মহম্মদ আব্দুল মজিদ -গ্রাম (দোহাজারী), ২২/ হারুনর রশিদ -গ্রাম (দোহাজারী ), ২৩/ সুধীর কান্তি দাস, -গ্রাম (জামিজুরি ), ২৪/ রাজ বিহারী বড়ুয়া, -গ্রাম (জামিজুরি ), ২৫/ রশিদ আহমদ, -গ্রাম (দোহাজারী) ২৬/ মাহফুজুর রহমান, -গ্রাম (দোহাজারী ), ২৭/ মহম্মদ ইসলাম, -গ্রাম (দোহাজারী ),ও ২৮/ শহিদ রুস্তম আলী -গ্রাম (দোহাজারী ) দোহাজারীবাসীরা তাদের অবদানের কথা সারা জীবন মনে রাখবে আমরা তোমাদের ভুলবনা !! আমরা তোমাদের ভুলবনা !! —তথ্য সুত্র : দোহাজারী গ্রন্থাগার,খানবাড়ি,দোহাজারী,চট্রগ্রাম

আমার কথা

[edit]

"Wellcome to Dohazari'r salim" Facebook all Friend's of Dohazari.."

"হৃদয়ে আমার প্রিয় জন্মভূমি দোহাজারী" !! দোহাজারী আমার প্রিয় জন্মভূমি। আমি আমার জন্ম ভূমি দোহাজারীকে অনেক অনেক ভালবাসি। কারণ আমার শৈশবের সব স্মৃতিই ও দোহাজারী'তে। দোহাজারী'র মাটি ও মানুষদের আমি আমার প্রানের চেয়ে ও বেশি ভালবাসি। কারণ দোহাজারী'র অনাবিল প্রকৃতি ,ধুলোবালি,মাঠি এবং শস্য শ্যামল ঘেরা সবুজ প্রকৃতি আর মানুষের ভালবাসা মিশে আছে আমার হৃদয় জুড়ে। আমি যেখানেই থাকি না কেন মনটা পড়ে থাকে আমার প্রিয় নিজ জন্মস্হান দোহাজারী তে। ব্যবসায়িক ও অনন্য কারণে অধিকাংশ সময় দোহাজারীর এর বাহিরে কাটাতে হয় তারপর ও সামান্য ছুটি বা অবসর পেলেই ছুটে আসি নিজের জন্ম স্থান দোহাজারী'তে।

আমাদের সবার মনে রাখা উচিত "দেশপ্রেম ঈমানেৱ অঙ্গ"। এ দেশ কারো একার নয় আপনার,আমার এবং আমাদের সকলের।" হৃদয়ে দোহাজারী তোমার আমার,দোহাজারীর সন্তান আমরা, এটাই আমাদের অহংকার।"এই নীতি ও আদর্শ অনুসরণ করে আসুন আপনি আমি আমরা সবাই সবাই জাতি -বর্ণ নির্বিশেষে,হিংসা-বিদ্বেষ, ভেদা-ভেদ ভুলে গিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি দোহাজারী কে নিজের মায়ের মতো করে ভালবাসি । দোহাজারী'কে সুন্দর করি । দোহাজারীর উন্নয়নের জন্য কাজ করি, সুন্দর এবং দুর্নীতিমুক্ত দোহাজারী গড়ি !!

শিক্ষা জীবনের ইতিহাস

[edit]
  • দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়,দোহাজারী,চট্ট্রগ্রাম।‏

১ম শ্রেণী -৫ম শ্রেণী‏, 1981 - 1985 আমি ১৯৮১ ইং হইতে ১৯৮৫ ইং পর্যন্ত দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়া শুনা করি। মূলত দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল আমার প্রাথমিক শিক্ষার কেন্দ্র বিন্দ্র। যেখান থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু। আমি ১৯৮১ ইং হইতে ১৯৮৫ ইং পর্যন্ত দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়া শুনা করি। মূলত দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল আমার প্রাথমিক শিক্ষার কেন্দ্র বিন্দ্র। যেখান থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু।

  • দোহাজারী জামিরজুরি আবদুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়,দোহাজারী,চট্ট্রগ্রাম।‏

৬ষ্ট শ্রেণী -৮ম শ্রেণী,‏, 1986 - 1989 ১৯৮৫ সালে দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে প্রাথমিক শিক্ষা শেষ করার পর আমি আমাদের দোহাজারী'র সেরা উচ্চ বিদ্যালয় দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান - বহুমুখী উচ্চ বিদ্যালয়়ে ভর্তি হয়। সেখান থেকে ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ৬ষ্ট শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করি।

  • মিউনিসিপাল মডেল হাই স্কুল ,চট্ট্রগ্রাম।.‏

এস এস সি ( বিজ্ঞান বিভাগ )‏, 1989 - 1991 ১৯৮৭ সালে'র সেই সময়কার দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান - বহুমুখী উচ্চ বিদ্যালয়়ে লেখা পড়া এবং শিক্ষার পরিবেশ তেমন ভালো এবং উন্নত মানের ছিল না। তাই উচ্চ এবং মান সম্পন্ন শিক্ষা গ্রহণ করার জন্য দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান - বহুমুখী উচ্চ বিদ্যালয়়ে ৮ ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করার পর ১৯৮৭ সালে দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান - বহুমুখী উচ্চ বিদ্যালয়় ছেড়ে ১৯৮৮ সালে চট্ট্রগ্রাম মিউনিসিপাল মডেল হাই স্কুলে ৯ম শ্রেণী'তে ভর্তি হই এবং উক্ত বিদ্যালয়ে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিজ্ঞান গ্রুপে অধ্যায়ন করি।সেই সময় চট্ট্রগ্রাম শহরে কোনো শিক্ষা বোর্ড ছিল না। কুমিল্লা শিক্ষা বোর্ড ছিল। সেই সুবাদে পরবর্তী কালে ১৯৯১ সালে উক্ত বিদ্যালয় থেকে কুমিল্লা শিক্ষা বোর্ড এর অধীন হয়ে এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ম শ্রেণী'তে উত্তীর্ণ হই।.

  • সরকারী বাণিজ্য কলেজ,আগ্রাবাদ,চট্ট্রগ্রাম।.‏

এইচ এস সি ( বি ,কম )‏, 1991 - 1993 ১৯৯১ সালে চট্ট্রগ্রাম মিউনিসিপাল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে সফল ভাবে উত্তীর্ণ হবার পর চট্রগ্রাম সরকারী বানিজ্য কলেজ়ে বানিজ্য বিভাগে ভর্তি হই। উক্ত কলেজে ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অধ্যায়ন করি। পরবর্তিতে ১৯৯৩ সালে উক্ত কলেজ থেকে কুমিল্লা বোর্ড এর আওতাধীন বানিজ্য বিভাগ থেকে এইচ এস সি ( বি ,কম ) পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে ২য় বিভাগ উত্তীর্ণ হই..

  • জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুর,ঢাকা‏

ব্যাচেলর অফ কমার্স (বি. কম)‏, 1993 - 2015 ১৯৯৫ সালে চট্রগ্রাম সরকারী বানিজ্য কলেজ়ে বানিজ্য বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাধীন ব্যাচেলর অফ কমার্স (বি. কম) এ ২য় শ্রেণী অর্জন করি। এর পর আমার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে।