Jump to content

User:Digeswar Village

From Wikipedia, the free encyclopedia

আপনাদের আমাদের গ্রামে স্বাগতম। পৃথিবীর মধ্যে একটি সুন্দর দেশ আছে। দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের মাঝে এক সুন্দর রাজ্য আছে। সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে রয়েছে এক সুন্দর জেলা আছে। সেই জেলার নাম দক্ষিণ ২৪ পরোগনা। দক্ষিণ ২৪ পরগনার মাঝে রয়েছে এক সুন্দর মহুকুমা। সেই স্থানটি হলো ডায়মন্ডহারবার। সেই মহুকুমার অন্তর্গত এক সুন্দর থানা আছে। সেই থানার নাম রামনগর। সেই রামনগর থানার এলাকায় এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে একটি সুন্দর তীর্থস্থান রয়েছে- সেই তীর্থস্থানে বিরাজমান করছেন বাবা পঞ্চানন্দ নামে দেবতা। তিনি মঙ্গলবার ও শনিবার পূজিত হন। এনি বিশেষ ভাবে গ্রীষ্মকালীন পূজা পেয়ে থাকেন। এখানকার বাসিন্দারা এই পূজাকে গ্রামীন পূজা হিসাবে গণ্য করেন। এই গ্রাম খুব ছোট গ্রাম। এখানকার মানুষ খুবই গরীব। এনারা খুব সুন্দর কথা বলেন।