Jump to content

User:Brushpaint

From Wikipedia, the free encyclopedia

লিখা মানুষের অন্যতম একটি গুণ।মানুষ পৃথিবীর প্রায় অনেক গুলো ভাষাতেই লিখে থাকে।যেসব ভাষার অক্ষর বিদ্যমান তাদের বলা হয় লৈখিক ভাষা।বাংলা ভাষা এমন একটি ভাষা।পৃথিবীতে এই ভাষার অবস্থান পঞ্চম পর্যায়ে।বাংলা ভাষাভাষীর মানুষ প্রায় পৃথিবীর সর্বত্র দেখা যায়।এই ভাষার নাম অনুসারে দেশ বিদ্যামান যাকে বাংলাদেশ বলাহয়।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়,কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,হূমায়ুন আহমেদের মত অনেকে এই ভাষায় বিশেষ অবদান রেখে গেছেন।

এই ভাষায় অবদান আছে লোক গাঁথার কবিদের।সকল স্মরণ ও তাদের অবদান স্বীকার করা আমাদের জন্য অপরিহার্য।