User:Amirulp786
দাদপুর পার্ক
পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত দাদপুর গ্রামে পার্ক টি অবস্থিত। এর পাশে দামোদর নদী থাকায় এই পার্ক টি কে আরও সুন্দরময় করে তুলেছে। এই পার্ক টি পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের সহযগিতায় তৈরী করা হয়েছে। এ পার্ক টি দাদপুর শিশু উদ্যান নামেও পরিচিত । পার্ক টি খুবই ছোটো , বিশেষ করে শিশু দের জন্য তৈরী করা হয়েছে। এর পাশে একটি বড় ফুটবল মাঠও আছে যেটা আরও পার্ক টি আর্কষৃত করে। এই দাদপুর গ্রামের অন্যতম অঙ্গ হল এই পার্ক এবং ফুটবল মাঠ। এখানে প্রতি বছর ইংরেজীর ডিসেম্বর , জানুয়ারি মাসে দূর দূরান্ত থেকে অনেক টুরিস্ট আসে পিকনিক করতে,এটা পিকনিক করার ভাল জায়গাও বলা যেতে পারে। এখানে প্রতি বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে মেলা বসে এবং এই সময় এখানে ফাইনাল ফুটবল খেলা মোরোগ লড়াই এর মতো খেলা হয়ে থাকে। এছাডাও এর পাশে দামোদরে নৌ পরিবহনের ব্যাবস্থাও আছে। পার্ক টি তে ঈদের দিন আশে পাশের গ্রাম থেকে অনেক ছেলে,মেয়ে,বাচ্ছা অনেকে ঘুরতে আসে। ধীরে ধীরে এই ছোটো পার্ক টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে।