Jump to content

User:Abdun Nur Khan

From Wikipedia, the free encyclopedia
                                  গ্রিন হাউজ প্রতিক্রিয়া (Green House Effect)
গ্রিন হাউজ হলো হলো এমন একটি ঘর যা কাচের তৈরি । ইহার ভেতরে একবার সূর্য এর আলো প্রবেশ করলে বের হতে পারে না । গ্রিন হাউজের ভেতরে সবজি চাষ করা হয় শীতকালে, শীতপ্রধান দেশে, শীতল অঞ্চলে ইত্যাদি । সূর্য এর আলোর উষ্ণতা সবজিকে সজীব এবং উষ্ণ রাখে ।

GREEN HOUSE IS A HOUSE WHICH ENTER THE SUNLIGHT AND IT NEVER CAN COME OUT.

বায়ুমণ্ডল হলো বায়ুর স্তর । দিনের বেলা ভূপৃষ্ঠ উষ্ণ থাকলেও, রাতের বেলা বায়ুমণ্ডলে ছেদ করে যায় পরে বায়ুমণ্ডলে নানা রকম গ্রিন হাউজ গ্যাস জমা হয় ।

১ । কার্বন ডাইঅক্সাইড (CO2) ২ । জলীয় বাষ্প (WATER VAPOR) ৩ । মিথেন (CH4)

গ্রিন হাউজ প্রভাবের ফলে - ১ । জলবায়ু পরিবর্তনের হার বৃদ্ধি পায় । ২ । বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় । ৩ । বায়ুতে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণের হার বেড়ে যায় । ৪ । সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং উষ্ণ হয় । ৫ । নদীতে লবণাক্ত পানি প্রবেশ করে ।

সাধারণ গ্রিন হাউজ প্রভাব বা প্রতিক্রিয়া এর প্রধান কারণ এবং দায়ী গ্রিন হাউজের সকল গ্যাসগুলো ।

প্রশ্নের উত্তর । যা এখানথেকে সংগ্রহ করা যাবে এমন প্রশ্ন । ১ । গ্রিন হাউজ এর প্রতিক্রিয়া বলতে কী বুঝ ? ২ । গ্রিন হাউজ গ্যাসগুলো ক্ষতিকর কেন? এর ৫টি প্রভাব লেখ । ৩ । গ্রিন হাউজ প্রভাবের কারণে কারা দায়ী? ৪ । পৃথিবীর গ্রিন হাউজ এবং গ্রিন হাউজ ঘরের তুলনা করে দেখাও ।

বিশেষ দ্রষ্টব্য : ৫ম শ্রেণির জন্য উপযুক্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ।