User:মাওলানা মোঃ সেখ মহিউদ্দিন সাহেব
হজরত মাওলানা মোঃ সেখ মহিউদ্দিন সাহেব
সেখ মহিউদ্দিন সাহেব হলেন...............একজন ইসলামিক চিন্তাবিদ এবং ভারতবর্ষের কোরান হাদিসের একজন বিখ্যাত প্রভাষক বা বক্তা,
প্রাথমিক জীবন:- সেখ মহিউদ্দিন সাহেব ১৯৯৮ সালের ০৬ ফেব্রুয়ারী "ভারতবর্ষের" "পশ্চিমবঙ্গ" রাজ্যের "দক্ষিণ ২৪ পরগনা" জেলার "ভাঙড় থানার" অন্তর্গত "এরেন্ডা" গ্রামে জন্ম গ্রহণ করেন, পিতার নাম - সেখ আব্দুল হালিম, মাতার নাম- মাসকুরা বিবি, তিঁনি হলেন পিতার একমাত্র পুএ ও তেনার দুই বোন,
শিক্ষা ও কর্মজীবন:- তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন "বোদরা হাইস্কুল" থেকে, তারপর তিনি মাওলানা পাস করেন "কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম" থেকে, তারপর তিনি উচ্চমাধ্যমিক পাস করেন "বনামালিপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা" থেকে, তারপর তিনি আরো উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন "কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে" সেখান থেকে তিনি ২০২০ সালে এম.এম পাস করেন, বর্তমান তিনি একজন মসজিদের ইমাম সাহেব এবং একজন বিখ্যাত ইসলামিক বক্তা,