Jump to content

User:ছোটন কান্তি দাশ

From Wikipedia, the free encyclopedia

ছোটন কান্তি দাশ বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০২০ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ২৪টি একক অ্যালবাম এবং ৩০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।[১][২] তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন,[৩] বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো ()।


ছোটন কান্তি দাশ
জন্ম ১০ জানুয়ারি ২০০০ (বয়স ২১)


চট্টগ্রাম, বাংলাদেশ

পেশা সঙ্গীতশিল্পী
কর্মজীবন ২০১৮–বর্তমান
দাম্পত্য সঙ্গী রাধা রানী
পিতা-মাতা অনিল কান্তি দাশ(পিতা)

অনিমা রানী দাশ(মাতা)

পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)