User:কবি রুবেল মিয়া
কবি-মোঃরুবেল মিয়া-আমাদের ব্রাহ্মণবাড়িয়া গর্ব।
এবং- বিষ্ণুরামপুর গ্ৰামের কৃতি সন্তান।
====================================
কবি পরিচিতি• রুবেল মিয়া। তার জন্ম ১০জানুয়ারি, ১৯৮৯ সালে, ব্রাহ্মণবাড়িয়া জেলার। বাঞ্ছারামপুর ,উপজেলার।বিষ্ণুরামপুর গ্রামের। প্রধান বংশের বেপারী পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম মোঃ-অহিদ মিয়া বেপারি ।মাতা খাদিজা বেগম।
ছয় সন্তানের মধ্যে সে পঞ্চম,গ্ৰাম গঞ্জে সকল মানুষেরা তাকে পল্লী কবি নামে ডাকে। এবং বেশ পরিচিত।
সে নরসংদী বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর পাশ করার পর। সংসারে দরিদ্র সমস্যার কারণে, আর লেখা পড়া হয়নি। তার পরেও সাহিত্য চর্চা বাদ দেয়নি। ছোট বেলা থেকে, লেখা লেখির খুব পছন্দ, তার জীবনে সর্ব প্রথম।২০১৭ সালে যৌথ বই নিভৃতচারী।প্রকাশ করেন। এবং২০১৮ বই মেলায় যৌথ বই স্বপ্নলোকের আঙিনায়। প্রকাশ পায় ,কবি দেশে এবং প্রবাসে থেকেও সাহিত্য চর্চা করে যাচ্ছেন। তারই বড় ভাইয়ের কাছ থেকে কবিতা গল্প লেখার হাতেখড়ি শিখেন উৎসাহ দেয়।তার ভাই মনিরুজামান মনির।সেও খুব ভালো একজন কবি-লেখক তার হাত ধরে সে এত দূর এসেছে l
কবি-রুবেল মিয়া, বর্তমানে বাংলাদেশ কবি লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে আছেন।
•
সবার পক্ষে থেকে কবি'র মঙ্গল কামনা করছি,ধন্যবাদ।