Jump to content

Talk:Dhaka North City Corporation

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

mayor candidate:we want "muhammad selim uddin" as dhaka north city mayor.

[edit]
  1. জীবন বৃত্তান্ত
    1. মুহাম্মদ সেলিম উদ্দিন:

১৯৭৫ সালের মার্চ মাসের ১ তারিখে সিলেট জেলার বিয়ানীবাজার থানার আস্টগরী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আবদুল গফুর ও মাতার নাম ময়গুন নেছা। ৫ ভাই ও ২ বোনের মধ্যে সেলিম উদ্দিন অত্যন্ত মেধাবী। পারিবারিক জীবন: বিয়ে: ২০০৭ স্ত্রী: হোসনে আরা চৌধুরী মনি ১ ছেলে, ৩ মেয়ে শিক্ষা জীবন: গ্রাজুয়েশন: রাষ্ট্রবিজ্ঞান। মাস্টার্স: রাষ্ট্রবিজ্ঞান। বার এট ল: ইউনিভার্সিটি অব লন্ডন। সাংগঠনিক জীবন: ২০০০ সালে সিলেট মহানগরী শিবেরের সভাপতি ২০০১ সালে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ২০০২ সালে শিবিরের কেন্দ্রিয় অফিস সম্পাদক ২০০৩ সালে শিবিরের সেক্রেটারি জেনারেল ২০০৪ ও ২০০৫ সেশনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ২০০৭ সালে জামায়াতে ইসলামীতে যোগদান। ২০০৮ সালে রমনা থানা আমীর ২০১২ সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী কেন্দ্রীয় মজলিসে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য। বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের আমীরের দায়িত্ব পালন করছেন। কর্মজীবন: চাকুরী: ২০০৭ সালে দিগন্ত টেলিভিশনের ই.ডি. হিসেবে দায়িত্ব পালন সমাজ সেবক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা সাহিত্য সেবা- প্রতিষ্ঠান গড়ে তোলা সাংস্কৃতিক অঙ্গনে কাজ মিডিয়া জগতে টিভি প্রিন্টিং মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা হিন্দু মুসলিম খৃষ্টান ঐক্য ও সম্প্রীতি স্থাপনে ভূমিকা দেশে বিদেশে মানবিক উন্নয়নে কাজ করা বিদেশ ভ্রমন: সৌদি আরব, লন্ডন, পাকিস্তান, মালোয়েশিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য , জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। Eiamin hossen (talk) 04:26, 14 January 2018 (UTC)[reply]