Jump to content

Draft:Sarwar Ul Islam

From Wikipedia, the free encyclopedia
                                      জন্ম: সার্টিফিকেট : ১ সেপ্টেম্বর ১৯৬৯। প্রকৃত: ২৮ জানুয়ারি ১৯৬৮, স্থান: দিনাজপুর।       
                                      পিতা আব্দুল মজিদ ও মাতা সাহান আরা বেগম। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। 
                                      
                                      ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত লেখাটি ছিল মুক্তিযুদ্ধের ওপর একটি গল্প। ‘ফিরে আয়’ নামে গল্পটি ছাপা হয়েছিল বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত মাসিক ‘শিশু’ পত্রিকায়। বয়স তখন ১৬। ওই গল্পে দেশ-মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা-সব মিলিয়ে দেশপ্রেম ফুটে উঠেছিল সেই কিশোর বয়সেই। সেই থেকেই লেখালেখি শুরু।
                                      
                                      আশির দশকের এই ছড়াকার আধুনিক ছড়াসাহিত্যে নিজস্ব ধারা তৈরি করেছেন। লোকজ ছড়ার ঘ্রাণ পাওয়া যায় তার অনেক ছড়ায়। ছড়া লিখতে গিয়ে শিশুর মনস্তত্ত্বের দিকটি স্মরণে রাখেন সচেতনভাবে। বাংলার শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার কিশোর কবিতায় যেন প্রাণ ফিরে পায়। তার ছড়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, ইতিহাস. ঐতিহ্য ও সংস্কৃতি। জীবনযাপনের আচার-রীতি কৃষ্টি সম্পর্কিত তার শিশুসাহিত্য শিশু-কিশোরদের পাঠ মননে ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছন্দময় দ্যোতনায় কিশোর কবিতার মধ্য দিয়ে বয়ান করেছেন সারওয়ার। 
                                      
                                      ‘ছড়ায় ছড়ায় বাংলার ইতিহাস’ ছড়াগ্রন্থে পাল বংশ থেকে শুরু করে একাত্তর পর্যন্ত আমাদের গৌরবান্বিত ইতিহাস ছড়ায় ছড়ায় বর্ননা করেছেন। তাইতো তার ছড়ার বিষয়ে আসেন সূর্যসেন, ক্ষুদিরাম, প্রীতিলতা, তিতুমীর। আর মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে গিয়ে অবধারিতভাবে চলে এসেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যা আমাদের শিশু-কিশোরদের ইতিহাস জানতে শেখাবে।
                                      প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ ‘কানা বগির ছা’ দিয়েই পাঠকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন। এর পরের বছরেই লিখেন মুক্তিযুদ্ধের ওপর কিশোর উপন্যাস ‘লাল সূর্যের দেশ’। তার উল্লেখযোগ্য কিশোর উপন্যাস মুক্তিযুদ্ধের ওপর ‘কিশোর ফিরে আসেনি’। 
                                      কিশোরদের জন্য তার লেখা দুই পর্বের নাটক ‘ইশকুল পালিয়ে’ একুশে টেলিভিশনে প্রচারিত হয়। কিশোরদের সামাজিকভাবে সচেতন করার বিষয়টি ফুটে উঠেছিল নাটকটিতে। এরপর লিখে গেছেন আরো অনেক নাটক। এ যাবত প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭২।
                                 
                                      বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ: স্বাধীনতার বাতিঘর (কিশোরজীবনী-সময় প্রকাশন), খোকা মানেই বাংলাদেশ-বিদ্যাপ্রকাশ (ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু), বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ-জনতা প্রকাশন (বঙ্গবন্ধুকে নিয়ে ৩০টি ছড়া), খোকার পাখিরা-অনন্যা (বঙ্গবন্ধুর পাখিপ্রীতি নিয়ে গল্পের আদলে গ্রন্থ), ইতিহাসখ্যাত বঙ্গবন্ধুর বাড়ি। 
                                
                                      পুরস্কার: ‘মুক্তিযুদ্ধের কিশোর গল্প’ গ্রন্থের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রবর্তিত-অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরষ্কার (২০০৫)। ‘কালোপরী’ উপন্যাসের জন্য পেয়েছেন নুরুল কাদের শিশুসাহিত্য পুরষ্কার ২০০৭। আরো একবার পেয়েছেন নুরুল কাদের শিশুসাহিত্য পুরষ্কার-মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস-কিশোর ফিরে আসেনি-র জন্য (২০১১)। ‘কাকের পায়ে খুকুর জুতা’ ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরষ্কার-২০২০। ‘পাখিদের ঘরবাড়ি’র জন্য পেয়েছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো পুরস্কার।

বর্তমান ঠিকানা : বাড়ি ৫৩/২, ৫৩/৩, সড়ক ১০/১, ব্লক-এ, ফ্ল্যাট-৭/এ, মিরপুর ১৩, কাফরুল, ঢাকা-১২১৬

প্রকাশিত গ্রন্থসমূহ: ছড়া: ১. কানা বগির ছা---------প্রকাশক: কল্পক প্রকাশনী ২. বিলাই ম্যাঁও কাঁটা খাও- অনন্যা প্রকাশনী ৩. বৃষ্টিরা যায় ইশকুলে- পার্ল পাবলিকেশন্স ৪. কাকের পায়ের খুকুর জুতা------- পদক্ষেপ প্রকাশ ৫. মেঘ দিয়েছে উড়োচিঠি----------ঐতিহ্য ৬. মেঘরঙ পাখি------------------ঐতিহ্য ৭. খোকার ছড়া খুকুর ছড়া-------বাংলাদেশ শিশু একাডেমি ৮. পুষির ছড়া খুকুর ছড়া--------- হাতেখড়ি ৯. ছড়ায় ছড়ায় বাংলার ইতিহাস----সুবর্ণ ১০. এই তো আমার জন্মভূমি------- ছোটদের মেলা ১১. ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধ------------জনতা প্রকাশনী ১২. ফুলকলিদের বর্ণমালা----------কৃষ্টি প্রকাশ ১৩. বাংলাদেশ, তোমায় ভালোবাসি----আলোঘর প্রকাশনী ১৪. এই দেশ এই মাটি-------------কলাম্বিয়া প্রকাশনী ১৫. লাল সবুজের ঘুড়ি------------ঝিঙেফুল ১৬. খোকাবাবুর ছড়া-------------বাংলা প্রকাশ ১৭. খোকা মানেই বাংলাদেশ--------বিদ্যাপ্রকাশ ১৮. বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ-------জনতা প্রকাশনী ১৯. গুডবাই টা টা---------------হাতেখড়ি ২০. ছড়া লাগবে ছড়া------------হাতেখড়ি ২১. আয়রে আমার ছড়া----------অনিন্দ্য প্রকাশ ২২. আকাশ জুড়ে ঘুড়ির মেলা------শ্রাবণ ২৩. সকালবেলার রোদ্দুর---------পাঞ্জেরী ২৪. নির্বাচিত ৯৯--------------ঝিঙেফুল ২৫. ছড়াসমগ্র----------------আদিগন্ত

সমকালীন ছড়া-------------- ২৬. সবার উপরে পুলিশ সত্য------ধ্রুপদ ২৭. তিন তিরিকে আট-----------জাগৃতি ২৮. ভাঁজনীতি--------------- হাতেখড়ি ২৯. দাহকালের ছড়া------------বনসাই প্রকাশনী ৩০. প্রেমের ছড়া------------কল্পক ৩১. স্বাস্থ্য ছড়া-------------বিদ্যাপ্রকাশ ৩২. তৈলাক্ত ছড়া---------য়ারোয়া প্রকাশনী ৩৩. নষ্ট ছড়া------------কৃষ্টি প্রকাশ কিশোর গল্প------

৩৪. দুষ্টু ছেলে অমি---------কৃষ্টি প্রকাশনী ৩৫. হিমু এবারও ফোর্থ হয়েছে---কৃষ্টি প্রকাশনী ৩৬. ইশকুলযাত্রা------------সূচিপত্র ৩৭. ভূতের নাম এলাটিং বেলাটিং----দীপ্তি প্রকাশনী ৩৮. আমরা করবো জয়-----------পাঞ্জেরী ৩৯. ভুতের লাল হাফপ্যান্ট-------মুন্নী প্রকাশনী ৪০. স্বপ্ন’র সারাবেলা---------------হাতেখড়ি ৪১. বাবুন্টিন--------------------পাঠসূত্র ৪২. মুক্তিযুদ্ধের কিশোর গল্প----- জোনাকি প্রকাশনী ৪৩. কিশোর গল্পসমগ্র---------------মৌলি প্রকাশ

শিশুতোষ উপন্যাস----- ৪৪. পিচ্চি বুড়ি-----------পার্ল পাবলিকেশন্স ৪৫. কালোপরী-----------হাতেখড়ি ( নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার-২০০৭)

কিশোর উপন্যাস----- ৪৬. লাল সূর্যের দেশ--------------প্রজাপতি প্রকাশনী (মুক্তিযুদ্ধ) ৪৭. কালো বিড়াল রহস্য--------সময় প্রকাশনী ৪৮. লোকটা পালিয়ে গেল---------অনন্যা ৪৯. পলাশের ফিরে আসা----------অনন্যা ৫০. ইশকুল পালিয়ে------------অন্বেষা ৫১. নীলকে পরীরা নিয়ে গিয়েছিল--------অনন্যা ৫২. কিশোর ফিরে আসেনি---------------বিদ্যাপ্রকাশ ( নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১১) ৫৩. ইরকিটি কিরকিটি ভূতং চৌধুরী----------আরো প্রকাশনী ৫৪. কিশোরকাল---------------------অনন্যা ৫৫.কিশোরবেলার ঘ্রাণ----------------অনন্যা ৫৬. খোকার পাখিরা---------------- অনন্যা ৫৭. নদীর নাম ঘুঙুর-------------সময় প্রকাশন

বড়দের উপন্যাস----- ৫৭. ভালোবাসার প্রজাপতি-------------- শিব্বির প্রকাশনী ৫৮. তোমায় রাখিবো চিরকাল মনে-----------খাজা প্রকাশনী ৫৯. কত যে কথা ছিল------------------কৃষ্টি প্রকাশ ৬০. বখাটে--------------------------অনন্যা ৬১. বৃষ্টিবালিকা----------------------পার্ল ৬২. বালিকা বউ-------------------- পার্ল ৬৩. আহ বালিকা------------------ পার্ল ৬৪. বালিকা ভালোবেসেছিল---------- পার্ল ৬৫. ইশকুল বালিকা---------------- পার্ল ৬৬. যে তুমি খুব কাছের----------------মুন্নী প্রকাশনী

জীবনী ৬৭. স্বাধীনতার বাতিঘর বঙ্গবন্ধু------------সময় প্রকাশনী ৬৮. ইতিহাসখ্যাত বঙ্গবন্ধুর বাড়ি----------- বইপুস্তক

বঙ্গবন্ধু কিশোর সমগ্রÑÑÑÑ ৬৯. নেতা একজনই----------------- জোনাকি প্রকাশনী

ছোটদের নাটক ৭০. ভূতং চৌধুরী------------------বইপুস্তক ৭১. অদ্ভুত টেলিফোন--------------বইপুস্তক

সমগ্র: ৭২. মুক্তিযুদ্ধের কিশোর রচনাসমগ্র--------------আরো প্রকাশনী ৭৩. নির্বাচিত কিশোর উপন্যাস-----------পাঞ্জেরী পাবলিকেশন্স ৭৪. ৫ কিশোর উপন্যাস-----------------------অনন্যা প্রকাশনী ৭৫. কিশোর গল্পসংগ্রহ-----------------------জিনিয়াস পাবলিকেশন্স তালিকাভুক্ত গীতিকার: বাংলাদেশ বেতার ও টেলিভিশন।

টেলিভিশনে প্রচারিত নাটক: ইশকুল পালিয়ে-২ পর্ব, একুশে টেলিভিশন, পরিচালনা: মাসুদুল হাসান রনি ধান্দা-একুশে টেলিভিশন, পরিচালনা: মাসুদুল হাসান রনি বৃষ্টিবালিকা-একুশে টেলিভিশন,-পরিচালনা: আতিকুল হক চৌধুরী আহ্ বালিকা-এনটিভি, পরিচালনা: চয়নিকা চৌধুরী নন্দিনী উপাখ্যান- একুশে টেলিভিশন: পরিচালনা: মাসুদুল হাসান রনি সফর আলী বিএ ফেল- একুশে টেলিভিশন, পরিচালনা: মাসুদুল হাসান রনি ওপাশে কে ছিল- একুশে টেলিভিশন: পরিচালনা: আতিকুল হব চৌধুরী হারানো বিজ্ঞপ্তি- এটিএন বাংলা: পরিচালনা: আবুল হায়াত ভালোবাসা তোমার জন্য-বিটিভি, পরিচালনা: চয়নিকা চৌধুরী বালিকা বউ-বিটিভি, পরিচালনা: ইমরান হোসেন ইমু যে তুমি খুব কাছের- বৈশাখি, পরিচালনা: চয়নিকা চৌধুরী দুঃখটা একান্তই অনুর-এটিএন বাংলা: পরিচালনা: চয়নিকা চৌধুরী ফেসবুকে বাবার চিঠি-একুশে টেলিভিশন: পরিচালনা: আতিকুল হক চৌধুরী নির্বাচিত দুঃখকষ্ট-একুশে টেলিভিশন, পরিচালনা: চয়নিকা চৌধুরী মহা ফাঁপর-নাগরিক: পরিচালনা: আশরাফী মিঠু আপন-পর-এটিএন বাংলা: পরিচালনা: চয়নিকা চৌধুরী ১০১টা পাত্রী দেখার পর-নাগরিক: পরিচালনা: আশরাফী মিঠু লালবিবি-এটিএন বাংলা, পরিচালনা: ইমরান হোসেন ইমু সারওয়ার-উল-ইসলাম মোবাইল-০১৯৯০৫৭৩৪৩৭। ংৎষ.ঁষ.৯৯৯@মসধরষ.প

References

[edit]