পৃথিবীতে যত অসাধারণ বই রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে পাওলো কোহেলহোর লেখা দ্য অ্যালকেমিস্ট।জীবনকে উপলব্ধি করার জন্য এই বইটি সকলের পড়া উচিত।জীবনের লক্ষ্য মানে কী, উদ্দেশ্য মানে কী, জীবনকে কীভাবে লক্ষ্যের দিকে নিয়ে যেতে এসব নিয়ে আমরা বিভ্রান্তির সম্মুখীন হই।কিছুটা হলেও এসব সমস্যার সমাধান এই বই থেকে পাওয়া যাবে।তাই যারা এ বই পড়েননি তাদের বলতে চাই,যে নিজেকে উপলব্ধি করতে চায়,সে যেন বইটি পড়ে।